চিরকুট এলো নীলখামে
প্রায় একদশক পরে!
ভালোবাসার বাহক হয়ে
হলদে কাগজে লিখা
নীল কালির ঝর্না কলমে!
গোলাপি ফ্রেমের আবছায়
ছড়িয়ে আছে তাতে শ্বাশ্বত প্রেম!
কী জানি কেমন করে
এতদিন তা আটকে ছিল
হয়তোবা নিষিদ্ধ কোনো জংশনে!
ধরেনি মরিচার দাগ, পড়েনি ভাঁজ,
হয়নি ধুলোতে মলিন!
ভাষাগুলো যেন সদ্য হাতের লেখায়
ষোড়ষী মনের জাগ্রত প্রেম!
তবে কি এই সেই ভালোবাসার চিরকুট
যা এসেছে স্বর্গের কোন দেশ হতে!
No comments:
Post a Comment