কোথায় কি!

29 November 2016

রিয়া চক্রবর্তী



অভিমান
নীল আকাশের ওই চাঁদটার থেকে অভিমান তুলে নিয়ে
যদি ইচ্ছে করে মন উড়ে যাই হাওয়া পথ ধরে
সেই যে কবে ভেসে গেছে বৃষ্টির ফোঁটা জলে মিশে
আর ফেলে গেছে সবটুকু আলোজ্বলা নীড়ে


 আজ ছায়া শুধু আফসোসে ভিড় করে পলকের তিরে।
আকাশের গা থেকে আজ রোদ নেবো আমি
আর আনমনে মেখে নেবো এই দুই চোখে
যে দুচোখের কোন ঘেঁষে ক্ষয়ে গেছে মেঘমন-
খুঁজে অবসরে প্রতিক্ষণ অভিশাপ আশ
পরিসরে প্রতি পলে অনায়াস আজন্ম প্রয়াস।

ইচ্ছে করে গাছেদের শিরা থেকে সবুজের ঢেউটাও নিতে
হৃদয় মাঝে ফুল সাজে রেখো দেবো তোর জন্য মন
আর যদি হৃদি-নদে তালে তালে নাও খানি ভাসে
সেই ভাসানের গানে গানে যদি তোমার ছবি উড়ে
তবে উড়ে যাক, পুড়ে যাক সব দীর্ঘশ্বাসে।
তুমি শুধু রাত হলে খুঁজে নিও জোনাকির আলো।।





আমাদের একক পৃথিবীর সীমায়
আমরা সবাই দাঁড়িয়ে আছি একা
কেউ কাও কে চিনতে পারছি না।

আসলে আমরা নিজের কোন ছেড়ে
অন্যদের দেখার চেষ্টাও করিনি কখনো।

আজ প্রত্যেকের নিজস্ব গ্লোবের ওপর
টলটলায়মান জগৎ আমাদের তাড়া করছে।

সবাই আমরা একা একা দাঁড়িয়ে আছি
একটা এফোঁড় ওফোঁড় করে দেওয়া
আলোয় পৃথিবীর বুকের ওপরে।

আর তারপর নামে সন্ধ্যা।।

No comments:

Post a Comment