হারিয়ে যাওয়া সমুদ্রের তৃষ্ণায়
চর জাগে
সোমত্ত জোয়ারের বেলা ক্রমশ রক্তকে
জাগায়
নোনতা স্বাদ পরিব্যাপ্ত পথের
রেখাকে বৃত্ত বানায়
সমুদ্র কি সদেহ হারায়
একটি সুধাকর ঘুরে
ঘুরে ঘুরে খুঁজে মরে রাতনীল শেষ
অধ্যায়
কতক্ষণ খুঁজে
এইসব শকল
আর সে বললো নদী
আর ইহা নদীবেষ্টিত
একটি শব্দ গ্রাস করে এইসব শকল
একটি বিশ্বাস নষ্ট হয় দূরাগত
রশ্মিতে
শব্দটি তৈরি করে নৈঃশব্দ্যের
বিস্তার
নদী চিরদিন খুঁজে তার দেহের আকার
No comments:
Post a Comment