কোথায় কি!

16 May 2017

তানভীর আহমেদ হৃদয়





সম্পত্তি
দূর্ভাগ্যজনক ভাবে কিছু ভুলের পাশে শুয়ে আছি
কিছুটা দুঃস্বপ্ন তাড়িতও

বালিশের পাশে রাখা গ্লাস ভর্তি আলো
একদিন সব অন্ধকার হবে জানি, তার জন্য এই অগ্রিম
আয়োজন
ব্যাংকে তেমন কোন সঞ্চয় নেই, আমার হাত-পা ই
একমাত্র সম্বল
স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এর চেয়ে বেশি কিছুর
প্রয়োজন দেখি না একজন মানুষের জীবনে

পাশের বাড়ির ভদ্রলোককে দেখি রোজ দৌঁড়ান
দরজার পাশে তার জন্য কতগুলো কুকুর দণ্ডায়মান
হয়ে থাকে-



জীবনবীমার সকল পৃষ্ঠাগুলো
রাতের আঁধার শেষে তোমাকে এনে দেব
রক্তের মত গাঢ় শীতল হিম নির্জনতা

মৃত্যু যেখানে অবধারিত হয়ে আসন পেতেছিল

ভেড়ার পালেরা ছুটেছে দিক-বিদিক, মেঘের
মাস্তুলে পাল উড়িয়ে চলেছে বাতাস

কিছু বলার নেই আজ তোমাকে।

যেহেতু আমার আর তোমার ঘরের মাঝে
প্রতিনিয়ত বেড়ে উঠছে শীতলতার অদ্ভুদ দেয়াল

গতরাতে অন্ধকার ছিল বেশ, একটি লাল মোরগের
কাহিনী নিয়ে যারা মেতেছিল সারারাত
তারা আর কেউ নয়, আজ তাদেরই একজন
হিংস্র হয়ে ছুটে এসেছিল পিস্তল হাতে

আমাদের জীবনবীমার পৃষ্ঠাগুলো আজ তাদের ই
পায়ের নিচে গড়াগড়ি খায়, আমরা নিরুপায় দাঁড়িয়ে দেখি



মানুষের ভাষা
যারা করেছিল ভোরের আয়োজন, তাদের
অদৃশ্য হাত উড়ে গেল পঙ্খিরাজ ঘোড়ার মত

আজ থেকে আকাশের আর কোন প্রাচীর থাকবে না
থাকবে না আকাঙ্খার ধূলিমাখা স্বর্বৈভ পাঁজরের দাগ
যারা দুঃসহ স্মৃতি বহন করেছিল যুগ যুগ ধরে
তাদের আস্তিনে ঝুলে আছে অমাবস্যার চাঁদ!

মানুষ বেড়ে ওঠে মানুষের আপন আপন নিয়মে

পৃথিবী  শুধু তার নিজস্ব ভাষাগুলো শিখিয়ে নেয়
পরস্পরকে-


No comments:

Post a Comment