ঘোরের আধারে শীতফুল ফুটে আছে শহরের
ঠোঁটে। নিয়ন আলোর সুড়ঙ্গ ধরে দীর্ঘ বয়ে গেছে যে রাত তার বুকে যাত্রীছাউনি নেই।কেবল
রেলপথ,আছে দুরারোগ্য মাইক্রোফোনে ভেসে আসা আকাশের চিবুকে তিলের ঘোর।চমৎকার সিল্ক
তিলে যেন জমে থাকে সমূহ উপকথা।
বয়স্ক রাতের ভুমি খুঁড়ে খুঁড়ে
প্রত্নতাত্ত্বিকদের মতন বের করে আনি প্রেমের
ভাস্কর্য।প্রফুল্ল শুভ্রতায় আমরা অপরিচিতের মতন বার্তালাপ চালায়। জন্মস্রোতে জ্বলতে
জ্বলতে নিভে যাওয়া মোমবাতির রক্তিম চুম্বন,সিঁড়ি বেয়ে উঠে আসে যুবতীর সৌন্দর্য,
কালোত্তীর্ণ
অনুভুতি-
যেন
প্রথম মেঘ ধরা,
প্রথম জ্যোস্না গিলে খাওয়া,
প্রথম
প্রেমে পড়া...
No comments:
Post a Comment