কোথায় কি!

22 August 2017

আহমেদ রব্বানী




তোমার হাতে খুন হওয়া হল না
অন্য কারো দিকে চোখ দিলে খুন করবে আমায়
তোমার এমন ভালোবাসায় না হেসে পারতাম না
কতটা ভালোবাসলে অমন করে বলা যায়?
তুমি সবটা দিয়েই ভালোবেসেছিলে আমাকে
আমিই ভালোবাসিনি তোমায়!

সবকিছু উপেক্ষা করে বারবার ছুটে গেছি তোমার কাছে ধরা দিতে,
ছোঁয়া পেতে তোমার
গরম নিঃশ্বাসের সাথে ধীরে-ধীরে জেগে উঠতাম
চিবুকে চিবুক রেখে পিষ্ট করতাম তোমাকে
ক্ষ্যাপাটে ষাঁড়ের মতোন! কী অদ্ভুত ভালোবাসা!

আজ অনেকদিন হল
তুমি আমি এই শহরে, এক আকাশের নীচে
তবু দেখা নেই
কথা নেই
অথচ কী মধুর সময় ছিল আমাদের
একটু ছোঁয়া পেতে কী
একটু কাছে যেতে
কতই না পাগলামী করেছি!

সবকিছু সেই আগের মতোই আছে,
ভালোবাসা আছে কি?
হয়ত এভাবেই শেষ হয়ে যাবে একদিন
সম্পর্কের যত ঋণ,
তুমি একদিকে, আমি চলে যাব অন্যদিকে-
শুধু দুঃখটা থেকে গেল
তোমার হাতে খুন হওয়া হল না আমার


যতই তুমি কলঙ্কিনী হও রাধা
মেঘের অলিন্দ থেকে বেরিয়ে এসো মেয়ে
তোমার চাঁদ-রূপসী রূপে মুগ্ধ হোক দুচোখ
যতই তুমি কলঙ্কিনী হও রাধা
ফিরে যাব না আজ কিছুতেই

দেখে দেখে তোমায় মেটাবো পিয়াসা
কামনার অনলে পুড়ে হবো ছাই,
তবু ফিরে যাব না আজ কিছুতেই
অধরে অধর রেখে নেব গোলাপের ঘ্রাণ
জড়িয়ে নেব দু'বাহু বাড়ায়ে,
ফিরে যেতে দেব না আর কিছুতেই

যতই দূরে যেতে চাই, মানে না মন
বোঝে না পাপপূণ্য-
বোধের অপমৃত্যু হলে হোক
হোক জ্ঞানশূন্য

তোমার নরম বুকের পেলব ছোঁয়ায়
ঘুমিয়ে যাব চিরতরে,
যতই তুমি কলঙ্কিনী হও রাধা
ফিরে যাব না আজ কিছুতেই

No comments:

Post a Comment