কোথায় কি!

22 August 2017

জিবরান মামুদ




প্রার্থনা
ভালবাসা হলো এক প্রার্থনা সঙ্গীত
নিরব রাত্তিরে নিঃশব্দে, যেন অচঞ্চল অযান্ত্রিক সাধনা।
নিরবতার ভেতর থেকে শ্রুতিমধুর অমিয় বাণী
মধ্যরাত থেকে ভোর, এরপর রাতের পর রাত।

অতঃপর স্বর্গের সাথে খোলে দোর
তখনো ভোর হতে ঢের বাকী,
আরশ থেকে আসা বিচ্ছুরিত আলো
স্বর্গের দ্যুতি হয়ে নিরবে প্রবেশ করে ধরায়,
নিঃশব্দে আলোকময় হয়ে উঠে চারপাশ ।
অতঃপর আমরা তাকে প্রেম বলি।

জিবরান মামুদ বলে, আমি অধম, আমি অধারক
তোমার তুলনায়।
তুমি কেন্দ্র, তুমি বৃত্ত, তোমাকে ঘিরে সকলই আবর্তিত।
আমার ভালবাসা, দীর্ঘসূত্রিতায় তোমার প্রেমে পড়া
তোমাতে গড়া, তোমাতে বিলীন, তোমাতে আবাস গড়া।।

No comments:

Post a Comment