যদি পারো তবে হাতের মুঠোতে আজ
ভরে দিও কিছু প্রিয় কবিতার লাইন।
ব্যথার ওপরে মলম যে সব গান,
বিদায়ের ক্ষতে ঢেলে দিও কিছু তাই।
কারো কারো মন বিষাদের কাছে জমা...
কেউ হয়ত আঘাতের কাছে ঋণী;
যারা ভালোবাসে, তারা ভালোমত জানে
প্রেম আর দয়া এক নয় কোনোদিনই।
ক্ষোভ, অপমান, নিরেট কিছু ব্যথা—
চোরাবালিতে ভরসা খুঁইয়ে এসে,
ইঁট ফেলে দেয় তাসের ঘরের ভ্রমে।
যদি পারো তবে হাতের মুঠোতে আজ
রেখে যেও সব বদভ্যাসের গুণ।
তুমি চলে গেলে ফেলে যাওয়া লেখা...গান...
বিদায়ের ক্ষতে থেকে যাবে
হয়ে নুন।
No comments:
Post a Comment