একাত্তরের
সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের ফলে বাঙালি অর্জন করে তার কাঙ্খিত স্বাধীনতা।
রণাঙ্গণে সশস্ত্র সংগ্রামের পাশাপাশি কবি সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে
স্বাধীনতার জন্য কলমযুদ্ধ চালিয়ে যান।তাদের লেখা কবিতা, গান নয় মাসের মুক্তিযুদ্ধে
বিশেষভাবে অনুপ্রেরণা দান করে।
১৯৪৭
এর দেশভাগের ফলে বাঙালি অধ্যুষিত পুরো বাংলা খণ্ডিত হয়ে বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অর্ন্তভুক্ত
হয়। হাজারেরও বেশি মাইল দূরের উর্দু ভাষী পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর সঙ্গে
নবগঠিত পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মিলমহব্বত কোন দিনই সম্ভব নয় তা বুঝতে পারা
যায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ঢাকার কার্জন হলে পাকিস্তানের প্রথম গভর্নর
জেনারেল মোহম্মদ আলী জিন্নাহ্ এই ঘোষণায়।এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৪৭ পরবর্তী বাংলা সাহিত্যে বাঙালির মুক্তির
স্বপ্ন দেখার যাত্রা শুরু হয়।