কাগজের নৌকা
বুকের গভীরে নদী নিয়ে কতটা
ভেসে যাওয়া যায়?
কিংবা কতটা স্থীর হওয়া যায় ঝড়ের উপকূলে?
এখন রোদের জানালায় কেউ দাঁড়ালেই
কেমন ছায়ায় গাঢ় হয় জীবনের স্রোত!
এ শুধুই ভেসে যাওয়া নয়;
এ যেন চলে যাওয়া বহুদূর-
নিজেকে ছেড়ে,
নিজেদের ছেড়ে,
ছিড়ে আত্মার বন্ধন...
ভেসে থাকে শুধু মৃত স্বপ্নেরা
কিংবা কতটা স্থীর হওয়া যায় ঝড়ের উপকূলে?
এখন রোদের জানালায় কেউ দাঁড়ালেই
কেমন ছায়ায় গাঢ় হয় জীবনের স্রোত!
এ শুধুই ভেসে যাওয়া নয়;
এ যেন চলে যাওয়া বহুদূর-
নিজেকে ছেড়ে,
নিজেদের ছেড়ে,
ছিড়ে আত্মার বন্ধন...
ভেসে থাকে শুধু মৃত স্বপ্নেরা
কাগজের নৌকা হয়ে বুকের
গহীন নদী জলে।
পূর্বাভাস
ভুলে একবার আমায় ভালোবেসে দেখো;
বারবার এই ভুল করতে ইচ্ছে করবে...
তখন এই লোমশ বুকে মুখ গুঁজে
আফসোস করবে তুমি-
এই ভুল কেন আরো আগে করনি ভেবে!
হয়ত রূপকথা নয়;
হয়ত সত্যি কোন রাজকুমার হয়ে,
সিক্ত ঐ ঠোঁট ছুঁয়ে
ভাঙিয়ে দিতে পারি তোমার একাকিত্বের ঘুম।
তখন তুমি অবাক হয়ে দেখবে-
রাজ্যহীন কোন রাজকুমার
কিভাবে তার সবকিছু সমর্পণ করবে
তোমার চুড়ির হাতে!
দেখবে, কেমন স্বপ্নের খামার সাজাবে
তোমার ঐ বুনো কালো চোখে!
বিনিময়ে ঠাঁই দিও ঐ আদীম বুকে-
সুখ নয়;
তোমার অনন্ত কালের
দুঃখ ছোঁয়ার লোভে,
যেখানে চুম রেখে যাবে
কোন ব্যর্থ কবি...
বারবার এই ভুল করতে ইচ্ছে করবে...
তখন এই লোমশ বুকে মুখ গুঁজে
আফসোস করবে তুমি-
এই ভুল কেন আরো আগে করনি ভেবে!
হয়ত রূপকথা নয়;
হয়ত সত্যি কোন রাজকুমার হয়ে,
সিক্ত ঐ ঠোঁট ছুঁয়ে
ভাঙিয়ে দিতে পারি তোমার একাকিত্বের ঘুম।
তখন তুমি অবাক হয়ে দেখবে-
রাজ্যহীন কোন রাজকুমার
কিভাবে তার সবকিছু সমর্পণ করবে
তোমার চুড়ির হাতে!
দেখবে, কেমন স্বপ্নের খামার সাজাবে
তোমার ঐ বুনো কালো চোখে!
বিনিময়ে ঠাঁই দিও ঐ আদীম বুকে-
সুখ নয়;
তোমার অনন্ত কালের
দুঃখ ছোঁয়ার লোভে,
যেখানে চুম রেখে যাবে
কোন ব্যর্থ কবি...
No comments:
Post a Comment