কোথায় কি!

22 August 2017

রায়হান মুশফিক




জীবন্ত লাশের জীবন
চারিদিকে শুধু কর্পূরের গন্ধ।
লাশের খোয়াড় এ পৃথিবী!
জীবন্ত লাশের ভীড়ে আমি
সফলদের গল্প ফেরি করি।
আমিও যে লাশ!
ভুলে যাই-
আমিও মানুষ ছিলাম একদা।
সময় স্রোতে ভাসি।
বুকের ভিতরে পাহাড় ভাঙ্গে।
চাপা পড়ে জীবন্ত লাশ হয় শতশত যুবক ও যুবতী।
মন মরে যায়।
ভালবাসা মরে না!
ভালবাসা নিয়ে তাই বেঁচে থাকে;
জীবন্ত লাশের দল।
আর আমার দিন অতিবাহিত হয় গল্প ফেরি করে।
সফলদের গল্পগুলো :
আমাদের কাছে মচমচে জিলাপির মত লাগে!
আমরা আবার জীবন্ত মানুষ হয়ে সফল হতে চাই!

No comments:

Post a Comment