কোথায় কি!

30 November 2017

বেবী সাউ






শীতের গল্প
অধিক কুয়াশায়
চেয়েছ বলেই
সঙ্গত টেনে আনা
গাজর ক্ষেতের কথা
কার্ডিগান বুঝেছে কবে!

নিষাদ মজুমদার





কনডেম সেল
আদালতের রায়ের পর-পর কনডেম সেলে তোমাকে নিয়ে যাচ্ছি
অর্ধেক পথ তোমার চুল ধরে টেনে হিচরে নিয়ে এলে
আমার কেমন জানি কষ্ট পোহাতে হলো
খুব রাগ জমেছে শরীরে আর তখনই আমার হাত উঠে গেলো তোমার শরীরে
ভীষণ জোড়ে একটা থাপ্পড় বসালাম তোমার গালে।
আমার হাত পোড়াচ্ছে এতটাই বেগ ছিল চড়ে
আবারও রাগ হলো, কেনো হাত পোড়াবে কোমল গালে হাত রাখলে
খুব রাগে তোমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দীর্ঘ চুম্বন দিলে
খুব আরাম হচ্ছিলো,
যেনো আমার রাগের উপর কেউ মালিশ করে দিচ্ছে।
রাগ জেদ মুহূর্তেই নেমে এলো বরফগলা হীম জলের মত
খেয়াল করলাম তুমিও চোখ বন্ধ করে নিষ্পাপ ফুলের মত উজ্জ্বল ওঠো
ধুয়েমুছে বাষ্প হয়ে গেছে কুৎসিত পাপ
সব মিলিয়ে তুমি উপভোগ করছিলে আমাদের শেষ চুম্বন
আর রক্তাক্ত গালে হাতের পাঁচ।

করণ দেবরায়






আজ হাতের সামনে যা পাব, তাই নিয়েই ছুটে যাবো ৷ ঝ্যঁটা, খুন্তি, জুতো, ঢিল-পাথর-নুড়ি যা হোক ৷ আজ আর সহ্য করতে পারছি না ৷ অজানা অচেনা এক আক্রোশ আমায় পেয়ে বসেছে ৷
আমি বাঙালি ৷ লোকের ভাষায় "ভেতো বাঙালি" ৷ এই কি আমার পরিচয় ? শুধু এইটুকু ? ভাত, মাছ, শুক্তোর বাইরে-ও তো একটা জগৎ আছে ৷ কিন্তু সেই জগতে, আমার অর্থ্যাৎ বাঙালির স্থান কোথায় ? হাতে বাজারের থলি আর পায়ে অজন্তার চটি, এই ছবিই কি আমাদের আসল রূপ ?

18 November 2017

সেলাইকল-নাহিদা নাহিদ





নিতুদের একটা সেলাইকল ছিলো
ওর মা ছিলো দরোজি
ছোটবোন নীল সুতো, মেঝটা গোলাপি
বাবাকে কাঁচি বলা যায়
কাপড় ছিলো একমাত্র ভাই।

13 November 2017

তামান্না তাবাসসুম






ক্ষরণ
ভাল থাকা
আর হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানো
ভালইতো আছি
এই দুয়ের মাঝে বিস্তর ফারাক।

লেখা প্রকাশের পরেও কখনো কখনো মন খারাপ হয়ে যায়,
যখন দেখি সম্পাদকের কলমের খোঁচায় অদৃশ্য হয়ে গেছে প্রিয় কিছু লাইন,
তুমি আছো তাও প্লে-লিস্ট পূর্ণ বিরহের গানে