বিস্রস্ত বেহাগ
এই যে মৃত শঙ্খের ঘ্রাণ—তপ্ত অনুধ্যানের
তলে
মুছে ফেলা নৈঃশব্দ্যের এক স্পন্দন
যেন!
শ্যামাঙ্গী পাড় বেয়ে লোর সন্ন্যাস;
অতঃপর অনিঃশেষ আঙুরক্ষেত—
শিথিল ফেনায় জমে যাওয়া এক সঙ্গিন স্রোত!
প্রতিমুখ পৃষ্ঠার ছায়া জুড়ে বিপন্ন
পাখির বাঁক—
অপটু অরোকেরিয়া থেকে সঘৃত সঙ্কেতে
লেখা সহস্র সংখ্যা চিহ্ন!
এসবই অক্ষীয় বিভ্রমে থেমে যাওয়া নিমগ্ন
ডানার নিশ্চুপতা—
বহতা বাতাসে বিম্বিত বিস্রস্ত বেহাগ!