30 November 2017
নিষাদ মজুমদার
কনডেম সেল
আদালতের রায়ের পর-পর কনডেম
সেলে তোমাকে নিয়ে যাচ্ছি
অর্ধেক পথ তোমার চুল ধরে টেনে
হিচরে নিয়ে এলে
আমার কেমন জানি কষ্ট পোহাতে
হলো
খুব রাগ জমেছে শরীরে আর তখনই
আমার হাত উঠে গেলো তোমার শরীরে
ভীষণ জোড়ে একটা থাপ্পড় বসালাম
তোমার গালে।
আমার হাত পোড়াচ্ছে এতটাই বেগ
ছিল চড়ে
আবারও রাগ হলো, কেনো হাত
পোড়াবে কোমল গালে হাত রাখলে
খুব রাগে তোমার ঠোঁটে ঠোঁট
বসিয়ে দীর্ঘ চুম্বন দিলে
খুব আরাম হচ্ছিলো,
যেনো আমার রাগের উপর কেউ
মালিশ করে দিচ্ছে।
রাগ জেদ মুহূর্তেই নেমে এলো
বরফগলা হীম জলের মত
খেয়াল করলাম তুমিও চোখ বন্ধ
করে নিষ্পাপ ফুলের মত উজ্জ্বল ওঠো
ধুয়েমুছে বাষ্প হয়ে গেছে
কুৎসিত পাপ
সব মিলিয়ে তুমি উপভোগ করছিলে
আমাদের শেষ চুম্বন
আর রক্তাক্ত গালে হাতের পাঁচ।
করণ দেবরায়
আজ হাতের সামনে যা পাব, তাই
নিয়েই ছুটে যাবো ৷ ঝ্যঁটা, খুন্তি, জুতো, ঢিল-পাথর-নুড়ি যা হোক ৷ আজ আর সহ্য
করতে পারছি না ৷ অজানা অচেনা এক আক্রোশ আমায় পেয়ে বসেছে ৷
আমি বাঙালি ৷ লোকের ভাষায়
"ভেতো বাঙালি" ৷ এই কি আমার পরিচয় ? শুধু এইটুকু ? ভাত, মাছ, শুক্তোর
বাইরে-ও তো একটা জগৎ আছে ৷ কিন্তু সেই জগতে, আমার অর্থ্যাৎ বাঙালির স্থান কোথায় ?
হাতে বাজারের থলি আর পায়ে অজন্তার চটি, এই ছবিই কি আমাদের আসল রূপ ?
18 November 2017
13 November 2017
Subscribe to:
Posts (Atom)