01 August 2018

নিমগ্ন আলোচনা: ধ্বনিত প্রতিধ্বনির সুর —মুহিম মনির



তোমাদের দুয়ারে আজ হৈমন্তিক সকাল
নতুন ফসলের গন্ধে-গানে ভরপুর প্রাণ।
আগুনের শিখায় পুড়েছে আমার বাড়িঘর,
শীর্ণ কাপড়-জামা, অনাহারি বাসনকোসন;
শুধু রয়ে গেছে ছায়াসঙ্গী এই বেহায়া জীবন,
দুচোখের জল আর অনিঃশেষ কান্নাকাল!”

মানবতার অবমাননায় অনিঃশেষ হয়ে ওঠে কান্নাকাল; তবু কমে না অসহায় মানুষের আর্তনাদ। শোষণের প্রতিযোগিতা শুরু করে শোষকশ্রেণী। ব্যথিত কবির কলমে তাই লেখা হয়

"হয়তোবা বেঁচে আছি দেখতে মানবতার স্খলন
আর আমি প্রজা বাকি সব সামন্ত মহাজন।"