22 February 2018

গ্রন্থ আলোচনা ২, এস এম মুকুল



কবি মোশতাক আহমেদ-এর প্রথম কাব্যগ্রন্থ
ভাসাও ভেলা এই বেলা
প্রকাশ করেছে- পুথিনিলয়, পৃষ্ঠা সংখ্যা- ৬৪, দাম- ১৪০ টাকা, প্রচ্ছদ এঁকেছেন : রাসেল রানা বইটি পাওয়া যাবে- একুশে গ্রন্থমেলায় পুথিনিলয়, স্টল নম্বর : ২০০-২০২

মানুষ সে যতই বড় হোক- শৈশব আর কৈশোরের স্মৃতিকাতরতা যেন আমরণ তাঁর ভেতরে বাহিরে চেতনার ঢেউ তুলে। আর অবাধ্য ঢেউয়ের উচ্ছলতায় কবি মন বলে উঠে- এখানে আকাশ নেই, পলাতক চাঁদ/ছায়া ফেলে উড়ে যায় প্রাচীন শকুন/ ভয়ার্ত আদিম চিৎকারে কাঁদে/জ্যোৎস্নার ফসিল-  ‘জ্যোৎস্নার ফসিল’ এমন চমৎকার শব্দচয়নে কবি মোশতাক আহমেদ ‘কংশ এখন জ্বলন্ত চিতা’ শিরোণামের কবিতায় কংশনদীকে কাব্যিক উপমায় কালের সাক্ষ্মী হিসেবে তুলে ধরবার চেষ্টা করেছেন।

কবিতা গ্রন্থ আলোচনা- এস এম মুকুল



ফয়জুন্নেসা মণি’র কবিতার বই
‘নিমন্ত্রিত জোছনা’
ফয়জুন্নেসা মণি লিখছেন ছোটবেলা থেকেই। স্কুল জীবন থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। একুশে গ্রন্থমেলা-২০১৮ এ প্রকাশিত হয়েছে কবি দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং ৬ষ্ঠ বই ‘নিমন্ত্রিত জোছনা’। বইটিতে কবির বিচিত্রভাবনার কাব্যিকব্যঞ্জনার প্রকাশ ঘটেছে ভিন্ন ভিন্ন কবিতায়।