যেইদিন
সেইদিন একটা
স্বপ্নদিন
ধরো শীতকাল।
আমি আর স্বপ্ন বেড়াতে যাবো ফ্রান্সের ম্যায়োট্টে।
লাল রঙের একটা ছোট্ট রেলবগিতে
সেখানে হাঁস পালকের তাকিয়া বিছানো থাকবে।
এক উন্মুক্ত চুমুর নীড় যখন বিশ্রাম নেবে শীততাপোষ্ণ কামরাতে
আমাদের ভীষণ ভালো লাগবে।
জানালার কাঁচ দিয়ে রাতের বিরাট ছায়াদের দাঁতখিঁচুনি
এক মূহুর্ত অথবা ঘন্টাখানেক
বা বেশ কিছুক্ষনই
নীলরঙের নালওয়ালা একটা মুননাইট
স্তব্দতায় মরবে।
এইসব আর না দেখার জন্য,
আমরা দু'চোখের পাতা বন্ধ করে রাখব।
রাধাকৃষ্ণের যাত্রা পালা হবে
আর বৃষ্টি,
তারপর মনে হবে চিবুকে যেন হালকা কেটে যাচ্ছে...
ছোট্ট একটা চুমুর মত পাগল
লাল কালো পোলকা ডটের লেডি বাগ গাল বেয়ে
দ্রুত নেমে যাচ্ছে...
আরে! খুঁজে দেখতো! দেখোনা কি হলো?
আমি বলব মাথাটি এপাশ ওপাশ করতে করতে
অনেক সময় লেগে যাবে একে খুঁজে পেতে
রোদমাখা ফ্রান্সে।
পোকাটা নিজেকেই হেঁচড়ে নিয়ে যাবে
আর্কেডিয়ায়
অথবা বিপরীত কোন মেরুতে।
কি করবো তখন কোথায় খুঁজবো?
No comments:
Post a Comment