অদৃশ্য রঙে সাজাই তোমাকে।
চাঁদের মায়াবী আলো
বিচ্ছুরিত টিনের ছাদে,
বাড়ির দেয়ালে সাদা
উদ্ভাসিত নিয়ন আলোকে।
এক বালতি জলে
ডুব দিলে বালিহাঁস
রঙ দেখতে পাও তার রঙিন পালকে,
জলছবি আঁকা শিল্পীর ক্যানভাসে
হয়তো খুঁজে পাও; মানুষ আর প্রকৃতির রঙও
অনুভূতির রঙ কি দেখতে পাও?
তোমার আলোয় রাত জাগে যে ভোর
তুমি কি তা জানো?
No comments:
Post a Comment