25 October 2015

সেলিম রেজা






















অলস দুপুরে এক প্রেমিকা
অলস দুপুরে হাত বাড়ায় অসহ্য সুন্দর এক কুমারী
ছুঁয়ে দেয় মন তৃষ্ণার জলে ঢালে অমৃত সুধা
ধোঁয়া ওঠা চায়ে চুমুক বসাতেই চুষে খায় গোলাপী ঠোঁট;
ইচ্ছে জাগে উষ্ণতার, বেখেয়ালি হাবভাবে ঢুকে পড়ে
নিভৃতে নিসর্গের মতো নারী তোমাতে-
সবুজ বোতাম ভেদ করে আত্মার উনুনে;
ঘাসের ঘ্রাণে ফিরে আসে ঘাসফড়িং
নিজেকে উজাড় করে ফিরে আসে প্রেমিক
প্রেম ছায়া পড়ে প্রেমিকের চোখে
চোখের দেখায় ভিজে চুপসে যায় মনের অলিগলি
নিরিবিলি চলে আসে কাছাকাছি- পাশাপাশি
আচমকা বাড়ি যাবার উকণ্ঠা ভীড় করে
নেমে আসে শূন্যতা ব্যাকুল ফেরারী মন
ভালোবাসা ভালোবেসে করে চুমোচুমি।





আঁধার পরিধি অতঃপর স্বপ্নের খুঁজে
ঘুমভাঙা চোখ জানালার ঠিক বিপরীতে অভিমান
আঁধার পরিধি মাপতে গিয়ে পরলো বিপাকে
পরিচিত মুখ ঈষ্ণিত অন্ধকারে ঠাঁয় দাঁড়িয়ে
রহস্যময় হাসি হেসে ভাঙে সুনসান নিরবতা;
বেদনার্ত আত্মা ঘাপটি মেরে বসে থাকে অন্ধকার কোণায়
ছায়ার আড়ালে রহস্যের হাতছানি
দিকচিহ্নহীন পথ ভুলে উল্টোপথে-
হেঁটে যায় অনিশ্চিত অন্ধকার

সারারাত কেটে গেল নিরুদ্দেশ হয়ে যাওয়া স্বপ্নের খুঁজে...


No comments:

Post a Comment