01 January 2016

সেবক বিশ্বাস




এক টুকরো আগুন
এক টুকরো আগুন চাই,
আলো জ্বালাবো,
সূর্যাঘাতে মরেনি অন্ধকার,
আমেজে চোখ বুজে খেলা করে কালোরা
নিশ্চিন্তে ফাঁকা মাঠে,
হাতে কালো,বুকে কালো,
মুখে-চোখে কালোর দেয়াললেপন,
ডানে-বামে,সামনে-পিছনে,
পথে-প্রান্তরে পরাক্রমশালী ছায়া,
অন্ধকার আলাদা আলাদা আসর বসায়
অফিসে-আকাশে,বাতাসে-বাসরে,
মাটিতে পা রাখতেই পড়ে কালো কালো
কামড়ের দাগ,
রাত লেগে গেছে দিনের গায়, গোধূলির গায়,
রাতের রমনীয় শরীরে,
পৃথিবীর পরে ঘুরে গেছে রাতের প্রবৃদ্ধ কোণ,
সূর্যের বুকে পতাকা পোঁতে ছায়া-প্রেতাত্মা
তাই একটু আগুন চাই,
অন্ধকার পোড়াবো,
ব্যর্থ হলে নিজেই আগুন হয়ে
চিতা জ্বালাবো উদ্ধত অন্ধকারের!



পরাজিত পিথাগোরাস
ভেঙ্গে গেছে স্বপ্নস্কেল
দুর্মর পাথরের নির্দয় আঘাতে,
আর বুঝি আঁকা হলো না জীবনের জ্যামিতি-
ক্ষেত্র-কোণ,লম্ব-উল্লম্ব,
ছুড়ে ফেলা সুতোর মতো
বেঁকে গেছে সরলরেখা।
সাদা কাগজ জুড়ে কেবল হিজিবিজি,
কাটাছেঁড়া আর
শূন্যবৃত্তের হাঁড়িকুড়ি,
ঢাকা থেকে যায় অব্যবহৃত খাতার অজস্র পাতা,
অসহায়,ব্যর্থ আমি আজ
                          একুশ শতকের পরাজিত পিথাগোরাস

No comments:

Post a Comment