25 January 2017

আজাদ মণ্ডল



 
 
মাধবীর অন্তর
সুনিপুণ চাহনি কবিতা হয় যখন
মোহিত সুবাসে কেঁপে উঠে গানের কল,
ময়ূর পেখমে সুরভিত সুখের আবেশ
আবেগ শিহরণে মুখরিত ভবঘুরে কুহক।
 সুরের পাখিরা উড়ে ফিরে বহুদূর
হৃদয় নদী উজানে খুঁজে তৃপ্তির নহর,
গোলাপ সদৃশ নরোম বুকের আদর
বিহম্বল আত্মা শান্ত হয় যেমন।

পোড়ামাটি মোড়ানো ধূসর নগর
শুভ্রআলোয় উদ্ভাসিত মননের সুরভী,
মেঘের ক্লান্তি মুছে যায় মায়বী আঁচলে
নগ্ননৃত্য মাতোয়ারা মাধবীর অন্তর।
____________

No comments:

Post a Comment