সিরিজ কবিতা
যাপন ১
শূন্য বারান্দাটির গায়ে,
হেলান দিয়েছে এক বৈরাগী দুপুর
কিছুক্ষণ..
পৃথিবীর বুকে আর কোনও দাবী-দাওয়া নেই।
যাপন ২
একটি করে কবিতার জন্ম দিয়ে তুমি
একটি করে মৃত্যুর দিকে এগিয়ে যাও…
ঠিক কতগুলো মৃত্যু একত্রিত হলে,
তোমার কবিজন্ম সার্থক হবে, বলতে পারো?
যাপন ৩
ভিটেমাটি না হারালে জানতাম না, নদীও উদ্বাস্তু হয়!
একবার নয় বার বার...।
No comments:
Post a Comment