15 June 2016

মন্জু দত্ত




শুভ্র নীলিমার নীচে, সিক্ত মাটির বুকে, ঘাসের মাথার ওপরে,
ভোরের সূর্যোদয়ের সাথে সাথে একদিন ফুটে ছিল ছোট্ট একটি ফুল।

জগতের আনন্দসভাতে
তার ছিলনা ঠা্ঁই
ঠা্ঁই ছিলনা কোন পূজাতে অথবা কোন উ্তসবে।
রাখতোনা কেউ শোবার ঘরের টেবিলটাতে,
রাখেনাতো কেউ বাইরের ঘরের ফুলদানীতে অথবা আড্ডার কোন মজলীশে।

কারণ,
ছিলনা তার রূপের আড়ম্বর ছিলনা মনমাতানো সুবাস
তবুও তবুও তো
সে বিধাতারই সৃষ্টি।

ছোট্ট বনফুল
হয়তো মাটির কাচে
তবুওতো হৃদয়েতে তার
দেবার বাসনা থাকে।

স্তবকে স্তবকে তার
শুভ্র কিরণ প্রজ্জ্বলিত তাও তো সে পায়না আদর বিশ্বের দরবারে।

ঘাসের ওপর পড়ে থাকা শিশিরবিন্দুগুলো
বুঝি তার
সদ‌্য ঝরা অশ্রু বিন্দু
কে জানে?
কে খোঁজ রাখে
এমনি করেই নিত‌্যদিন
কতশত বনফুলের
অশ্রুবিন্দু ঝরে?

No comments:

Post a Comment