26 November 2016

মুক্তি মণ্ডল




দূত
প্রতিদিন ঠাট্টায়-উপহাসে 
নিজেকে দেখি আর 
মনে হয় ঠুনকো 
একটা শুকনো পাতার মচমচ
এ বেঢপ জীবন থেকেও
অনেক রহস্যময়,দরকারি

তবু আনমনে মহুয়ার কাছে যাই
এমনি এমনি ক্ষমা চেয়ে 
ঝড়বৃষ্টির মধ্যেই ফিরে আসি
নিজের ডেরায়

ভাবি কখন মনের ভেতর 
তুমি ভেসে উঠবে
কখন পৌঁছাবে
আমার বেঢপ আঙিনায়? 



এই সময় 
এই সময় 
বাণিজ্য-দাসের তুবড়ানো মুখের টোল
ফাঁকা-শব্দের ঢেউয়ে
তলিয়ে গেছে ন্যায্যতার আকার 
মনোহর বিজলি সুরতে 
তবু কিছু কিছু মনুষ্য স্ফুরণ
উদোম করে দিচ্ছে
শত শত অন্যায্য নীতির খড়ম
গোপনে কি কাঁপছে
দুমড়ানো বাঁকাচোরা গর্তে ভরা
রাষ্ট্র নির্মিত রেহেল! 

এই সংশয় 
এই আচমকা বিস্ময়ে ঠাসা
কালোব্রণভরতি মুখের আদল
দেখছি আর ভাবনাচূর্ণে
ছড়িয়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে পতঙ্গ প্রেম 

চুপচাপ দেখে যাওয়া 
এই বহুরূপী দর্জির শহর 
দিনে দিনে ভরে গেছে
ইন্দ্রীয়লুপ্ত
মানুষের কর্পোরেট দঙ্গলে

শুধু নিজেরোপর উপগত রোদ ছাড়া 
প্রেমময় আর কিছু নেই

________________________

No comments:

Post a Comment