চোরাবালি
স্রোতের মুখে দাঁড়িয়ে
পদ্মা পাড়ি দিবার স্বপ্ন
পদ্মা পাড়ি দিবার স্বপ্ন
বান আসুক নদীতে
হেঁটেই পাড়ি দিবো
হেঁটেই পাড়ি দিবো
পা ফেলেই দেখি
চোরাবালি !
চোরাবালি !
হাইব্রিড
খুব শীঘ্রই ফল চাই
এজন্য গাছের এতো যত্ন
যত পার সার দেও
এজন্য গাছের এতো যত্ন
যত পার সার দেও
ফল বিক্রির মৌসুম এখন
বাজারে অনেক ভীড়
রং এবং গন্ধে মন ভরে
বাজারে অনেক ভীড়
রং এবং গন্ধে মন ভরে
না জানি কি !
ভীর ঠেলে কাছে যাই
দেখি আঙ্গুর গুলো হাইব্রিড ।
দেখি আঙ্গুর গুলো হাইব্রিড ।
স্বপ্ন বুকে
দেয়ালে পিঠ ঠেকেছে
তাই দেয়াল ডিঙ্গানো শিখেছি
তাই দেয়াল ডিঙ্গানো শিখেছি
'লাল টুকটুকে স্বপ্ন' বুকে
এই ছোট্ট শহরে বসবাস ।
এই ছোট্ট শহরে বসবাস ।
কংক্রিটের প্রাচীর ভেঙে
এই মাটির গর্ভে
এই মাটির গর্ভে
চাষ করবো
সবুজ- শ্যামল ঘাস ।
সবুজ- শ্যামল ঘাস ।
পোষা বিড়াল
পোষা বিড়ালটা আমাদের
মাছভাজা খায় লুকিয়ে
নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে
মাছভাজা খায় লুকিয়ে
নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে
ওরা বুঝে না
ইলিশ আমাদের জাতীয় মাছ ।
ইলিশ আমাদের জাতীয় মাছ ।
No comments:
Post a Comment