25 October 2017

নিয়াজ সুমন





স্বপ্ন
শরৎ আকাশে দুধসাদা মেঘের আল্পনায়
গুচ্ছ গুচ্ছ কাশফুলের নরম ছোঁয়ায়
হাতে রেখে হাত বলেছিলে সেদিন
যাবেনা ছেড়ে আমায় কোনদিন।

ভালোবাসার বিশ্বাসে আবদ্ধ হয়ে
রঙিন স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে
স্বপ্নগুলো এখনো সতেজ আছে
শুধু তুমি নেই আমার পাশে।



অবহেলা
তোমার অবহেলায়
আকাশ কেঁদেছে আমার তরে
পাহাড় গলেছে চোখের জলে।

তোমার অবহেলায়
শুকিয়ে গেছে সবুজ বন
থেমে গেছে ফাগুনে বায়ুর শনশন।

তোমার অবহেলায়
রঙিন স্বপ্নগুলো মরে গেছে
সাগর শুকিয়ে মরুভূমি হয়েছে।

তোমার অবহেলায়
হারিয়ে গেছে বিশ্বাসের ছোঁয়া
মন হয়েছে নীলকষ্টের বোমা।

তোমার অবহেলায়
হৃদয় হয়েছে আঘাতে ক্ষত-বিক্ষত
লোনাজলে দু’চোখ হয়েছে সিক্ত।



No comments:

Post a Comment