11 April 2017

তুফান পণ্ডিত





যে পথ গিয়েছে চলে
যে পথ গিয়েছে চলে...
বহুদূরে ...সীমাহীন,
সবুজের বুক চিরে ক্রমশ ধূসরিত
তরঙ্গের মতো দ্যোদুল;
সে পথে আজ আমি একা
যা ছিল পাথেয় ফুরিয়েছে প্রয়োজনে।

এ পথে মহাকাল।
প্রতিটি নুড়ি পাথর কুড়িয়ে রেখেছি সযত্নে
সংজ্ঞাহীন সংজ্ঞায় ব্যাখ্যা করেছি তাকে।
যে সবুজ ছুঁয়েছে সে'ই জানে জড়তার বিষাদ
জানে রুঢ়তার ব্যথা।
যে পথ গিয়েছে চলে...
অনির্দিষ্টে, আমি হারানো পথিক ।



যে কথা হয়নি বলা
ঘুম ভেঙে গেছে বহুকাল
অন্ধকারে চোখ দুটি খোলা।
প্রতীক্ষার প্রহর গুনে চলে
যে কথা হয়নি আজো বলা।।

দুই'পারে নিশ্চুপ (দুই) প্রাণী
মাঝখানে বিরহ শতহাত।
কালের লগন গেছে টুটে
রোষানলে অভিসম্পাত।।

মনে পড়ে এই তো সেদিন
আদম-ইভ ছিল মনে।
চোখে ছিল অনুরাগের ছোঁয়া
নত মাথা বুকের বিজনে।।

ফুরালো যে আমাদের দিন
বয়স হ'ল, ভালোবাসাও বুড়ো।
উষ্ণতা - মেকি অভিনেতা
প্রেমের গান বড়োই বেসুরো।।

এইভাবে কেটে যায় দিন
আলোকবর্ষ আমাদের চলা।
কান পেতে থাকে নিরন্তর
যে কথা হয়নি আজো বলা।।
_______________

No comments:

Post a Comment