20 September 2017

সুনীতি দেবনাথ




ভেবেছিলাম শ্রাবণ জলে আগুন নেবাবো
গ্রীষ্মের খরার পর শান্ত হবো স্নিগ্ধ হবো
এমন শুকনো শ্রাবণ দেখিনি কখনো
রিমঝিম বৃষ্টি কোথায় হারালো জানা নেই
জৈষ্ঠ্য শ্রাবণে ফারাক কিছুই দেখিনা
আবহ বিকার চলছে বদলে যাচ্ছে সব
কান্নাভেজা বৃষ্টির দিন কোথায় যে গেলো
শ্রাবণের বুক চিরে এখন কেবল অগ্নিবর্ষণ
গেলো বোশেখে আগুন ঝরেনি সারাটা মাস 
ঝরেছে কেবল ঝমাঝম বৃষ্টি দিনরাত রাতদিন
বদলাচ্ছে সব বদলাবে সব ঋতুর সুবিন্যাসও
আমরাও বদলে গেছি বদলে যাচ্ছি অবিরাম
আজ শ্রাবণে কোমল মধুর প্রথম কদম ফুল 
শুকিয়ে ঝরে নাগকেশরের রেণু উড়ে পুড়ে যায়
মাঠের সবুজ হলুদ মেখে করুণ চোখে চায় 
প্রকৃতি বদলায় মনুষ্যত্ব বদলায় মানসিকতা বদলায়
প্যারিস লণ্ডণে সন্ত্রাসী তাণ্ডব মানব হত্যার তালিকা
বিশ্বকে কাঁপিয়ে দেয় ফ্রান্সে ইসলামী আধিক্য নয়া সাজ
বর্তমান ব্রিটেনের পুরোনো শান শওকত আর নেই
আমেরিকার সব আছে মারে মারায় মারতে সাহায্য করে  
মধ্যপ্রাচ্য বিরোধী আমেরিকা ইসলাম প্রাধান্য সেখানে
আমেরিকা পারে না হেন কাজ নেই ফ্রান্সে ও মধ্যপ্রাচ্যে দ্বিমুখী নীতি
রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে আমরা বড় নড়বড়ে
আমাদের মেরুদণ্ড শক্তিহীন তাই বিশ্বাসে নয় ভ্রান্তিবিলাস ভুগি
আজকের শ্রাবণ আমাদের মনন অস্থিতিশীল বদলায় সহজেই  

No comments:

Post a Comment