13 August 2016

৭ম সংখ্যার সূচীপত্র

সংবেদ্য ª ৭ম সংখ্যা
৩০ শে শ্রাবণ-১৪২৩ বঙ্গাব্দ


কথা ছিলো বর্ষণ, রবীন্দ্রনাথ আর শ্রাবণ নিয়ে হবে সংবেদ্যর ৭ম সংখ্যা কিন্তু কথার সাথে সময় ঠিক সময়ের সাথে মিললো না সে কারনেই অনেক লেখা জমা হওয়া সত্ত্বেও শ্রাবণের শেষ সন্ধ্যেয় এসে এই সংখ্যাটি প্রকাশিত হলো। বৃষ্টিমুখর দিনরাত্রি নিয়ে বা কবিতায় রবীন্দ্রনাথ নিয়ে বেশ কিছু চমকার লেখা উপহার দিয়েছেন এই সময়ের কবি/লেখকগন। তাদের জন্য রইলো শুভেচ্ছা।
আরও একটি কথা ছিলো অন্তর্জালিক বই (ইবুক) প্রকাশ করার। এই কথাটি রাখতে পেরেছি... এই সময়ের চার লেখিকার কথাকাব্য নিয়ে প্রকাশিত হলো সংবেদ্যর প্রথম নিবেদন কথাকাব্যের চক্রবাক। আশা করি এবার জমবে কথার কথাকলি। এখন থেকে সামান্য বিরতির পর পর অন্তর্জাল বই প্রকাশিত হতে থাকবে। কথায়-কথায় যুক্ত করে নেব অনেক কথাকবিকে।
সংবেদ্য যেহেতু সবসময় নতুন লেখিয়েদের কাছ থেকেই নতুন কিছু আশা করে। সেহেতু এই সংখ্যাতেও নতুন লেখিয়েদের লেখাকে লিপিবদ্ধ করেছে। যারা এই সংখ্যায় কলম তুলেছেন তাদের জন্য রইলো শ্রাবণানন্দন!
আর সংবেদ্য'র নিয়মিত পাঠকদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা...।

সমাপ্তি কথা, সংবেদ্য প্রকাশনা লেখা প্রকাশ বা অন্তর্জালিক বই প্রকাশ নিয়ে যাদের কৌতূহল রয়েছে তারা বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।


ভালো থাকুন এই শ্রাবণ-ভাদ্রে, সকলের জন্য শুভকামনা।

সংবেদ্য কর্মসম্পাদনকারক 
সকাল রয়
¤সম্পাদক সহযোগী¤
জাকিয়া জেসমিন যূথী
:=: :=: :=: :=: :=: :=: :=: :=:

®®®®®®®®®®®®®®®®®® লেখক সূচী ®®®®®®®®®®®®®®®®®®®
  • ®মনোজিৎ কুমার দাস ®হামিদ আহসান ®শুভ্রদীপ চৌধুরী
    ®মোজাফফর হোসেন ®শ্রেয়া ঠাকুর
    ®অনু ইসলাম ®নাজমুন নাহার ®মির্জা মোনালিসা
    ®শীর্ষা মণ্ডল ®সেবক বিশ্বাস ®মন্দিরা এষ
    ®নাজনীন খলিল ®রিকি দাশ
    ®সুনীতি দেবনাথ ®রওশন হাসান ®মুনিরা চৌধুরী 
    ®অনামিকা তাবাসসুম ®হীরামনি দাশ
    ®রাবেয়া রাহীম ®শ্যামলী চ্যাটার্জী ®জয়িতা অধিকারী
    ®পারমিতা চক্রবর্ত্তী ®ইশরাত তানিয়া ®পাভেল আল ইমরান
    ®অপরাহ্ণ সুসমিতো ®মন্জু দত্ত ®অবিবেচক দেব নাথ
    ®তন্ময় দেব ®রায়হান মুশফিক ®অম্বিকা মজুমদার ®লিমন মেহেদী
ªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªª
:=: :=: :=: :=: :=: :=: :=: :=:
:=: :=: :=: :=: :=: :=: :=: :=:
লিখুন আপনিও...লেখা পাঠান “সংবেদ্য” মেইল বক্সে
blogebook11@gmail.com
ফেসবুক যোগাযোগ
 www.facebook.com/opangktayo/

No comments:

Post a Comment