14 August 2016

পারমিতা চক্রবর্ত্তী



মনের কোণে অকারণে জমেছে জল
কাউকে বলা বারণ রিমঝিম বর্ষায়
তুই আমার জ্বরের কারণ
___

স্রোতের হাতে হাত দিয়ে মেঘলা বাক্সে দিলাম তোর চিঠি পৌছে
স্মৃতি খাম পড়ে থাকে...
তরঙ্গিনীর স্রোতে সোহাগী তরী ঝাপটা দেয় মনেয় দোলনায়
রাত জাগা পাখি গান গেয়ে যায়
বুকের উষ্ণতায় রুমাল শুকায়
জলের আরাম ঘুম সোহাগী হয়
ঘাসের বিছানায়

___
মনে পড়ে অকারণ রিম ঝিম বরষায় তুই দেহ সিক্ততার কারণ
লাস্ট ট্রেন হলে মিস
এক জোড়া মেঘ ট্রামে করে পৌছাই
তোর ঠিকানায়
তড়ি সাথে চলে মন
আলোকবর্ষ চুম্বন ,রবির সাথে
করি ভালোবাসার সহবাস

___
বাসস্টপ জুড়ে থাকে ব্যস্ততার ঝংকার
বিরোধ শুধু কাছে আসবার
দলছুট পাখিদের তুই হলি
প্রাণের খোলা হাহাকার
ভর দিয়ে তোর ডানায় উড়াই প্রেমের এয়ারবাস

___
উষ্ণতার পারদ লোহিত হয় বুকের থার্মোমিটারে
অপেক্ষার রাত বলে ওঠে" মেঘের পালক চাঁদের নোলক কাগজের

খেয়া ভাসছে..."

No comments:

Post a Comment