14 August 2016

রিকি দাশ



ধ্রুব-১
প্রাচুর্যের গভীরে ঢলে পড়ছি,কত দিয়েছি বিনিময় প্রথায় গহ্বরে অতীতের পুস্প ফোটালে।
এক দ্বিধাবিভক্ত খেলা যেন...

আজ তোমাকে যে জানেনি "ধ্রুব" 
সে নির্বিঘ্নে মেতে উঠতে পারে সতরঞ্চ খেলার ছকে।
তুলি ফুটিয়ে ছিটকে আনতে পারে তোমার অন্তরস্থ পঙ্কজ।
আবৃত্তি সুরে তুলতে পারে বর্ণমালা। 

এখনো যখন মেঘে নীলে ঝগড়া হয়
আমরা আঁচল ভেজাতে নেমে আসি।
রঙিন নাট্যমঞ্চে একের পর এক চলে উষ্ণতার নাটক।
উপলব্ধি করতে পারে অমৃত সমারোহ... 

তবে যে তোমায় জেনেছে ধ্রুব? 
সে কেবলি মিশে যায় অনন্ত সাম্রাজ্যে!
ড্রামাটিক কিছুর অস্থিত্ব
যেখানে প্রেমের আলোড়ন তোলে না...!

ধ্রুব-২
অমন গুছানো হয়ে এলে যে,
বড্ড বেমানান।
গালবর্তি দাড়ি,রুক্ষ সব চুল
ঢ্যাবঢ্যাব দু-চোখে সমুদ্র
আকাশের মতন প্রেম
আমার যা কিছু...।
আজ মুঠোবর্তি বেলী আনলে না কেন ধ্রুব!




ধ্রুব -৩
প্র্যাকটিকাল হওয়ার ঘুড়ি ওড়াও
অথচ নাটাই নিয়ে তোমার বাস্তববাদী কোন বর্তমান নেই।
এভাবে কবিতা হয়না ধ্রুব!
তুমি কেবল ভাঙন দেখেছ,গড়ন নয়।

তাইতো কেবল মিটিং মিছিলে গলা উচিয়ে তুমি বিতর্ক ধারা বয়ে দিতে পারো।
নাগরিক দরদাম,উঁচু নিচু জলস্রোত,
এই ক্রুদ্ধ হৃপিন্ডের পাঁশুটে বিকেলের আড়ালে নিজস্ব একটি আকাশ থাকা চায়।
যেখানে চিবুকের স্রোত ধরে চির যৌবন বসন্ত,যেখানে বকুল ফুটে প্রতিশ্রুতি নিয়ে...

দেখ ধ্রুব, 
আকাশের ও তো কোনো ভাষা নেই,
তাই বলে কি আকাশ ভুলে আছ?
বৃষ্টিজল বোঝনা
রোদসী বিকেল ছুঁয়ে দেখনা 
উপচে পড়া জোস্না খুড়ে খুড়ে প্রেমিক হয়ে ওঠনা?

তবে তো তুমি আকাশ বুঝলে 
নীল রং বুঝলেনা!


ধ্রুব-৪
যেদিন মিশে যাব অস্পৃশ্য কুয়াশায়;
জন্মায়ু ক্ষয়ে ক্ষয়ে চিন্হ রইবে
কৃষ্ণচূড়ায়!
সেদিন বুঝে নিও,
বুঝে নিও প্রিয়ত;
খুব প্রিয় ছিলে আমার!

জেনে রেখো নক্ষত্রের গায়ে লিখেছিলাম,
আমার মনকুঞ্জের যত অভিমান...!





ধ্রুব-৫
তোমাকে দেখে কেউ কি বলবে,
গতরাতে তুমি কারো পাঁজর ভেঙেছ?
দুমড়ে মুচড়ে দিয়েছ তার ঐশ্বর্য্য।
কারো বুকের ভেতর সেলাই করেছ
রক্তকরবী।
ফুসফুস থেকে চুষে নিয়েছ সব বায়বীয়
ভালবাসা!

কেউ কি বলবে,
কাউকে তুমি কথায় কথায় কিভাবে
পোড়াও,
ধোয়া হয়ে সব মিশিয়ে দাও।
কিভাবে চোখের তীক্ষ্ণতায় লুঠে নাও
কারো সমস্ত পৃথিবী...
তোমাকে দেখে কেউ কি বলবে,
কিভাবে তুমি কারো হৃদয়ে চুম্বনের ক্ষত
ছুড়ে দাও!
পঞ্চমীর প্রাতে চাঁদের জানালায়
হিসেব করে কিভাবে রং আঁকো।

কেউ কি বলবে,
সারা দিনমান এক অভ্যুত্থানে কতটা বুক
ফুলিয়ে হেটে চল ধ্রুব!
ট্রিগার চেপে রাখার মতই ক্ষ্যাপাটে
প্রেম নিয়ে এই এক উন্মাদনা...

কেউ কি জানবে,
গভীর আধারে সেফটিল্যাম্প জ্বালিয়ে

কিভাবে আগলে রাখো...

No comments:

Post a Comment