আকাশেরই কিনার ঘেঁষে
ঐ যে কারা যাচ্ছে ভেসে
জল ছুঁই ছুঁই মেঘের সারি
দিচ্ছে তারা কোথায় পাড়ি!
আকাশ গাঙে শ্রাবণ বেলা
বসিয়ে ছিলো বেশ তো মেলা
দেখলে মনে শাস্তি পেতেম
গহিন গাঙে ডুবও দিতেম,
রিমঝিম তার ধরতো নেশা
আলতো আদর সোহাগ মেশা
সকাল থেকে সারা দুপুর
বাজতো যে তার পায়ের নূপুর
চাষার মনে ছন্দ জাগায়
ভিজছে সে কোন্ ভালো লাগায়
ইলিশ মাছের মরশুম, তাই
পাল তুলেছে ওই মাঝি ভাই।
ব্যাজার মুখে ছোট্ট খোকন
জলছবিতেই বন্দী জীবন।
ঘর থেকে তার যাওয়ায় মানা
কল্পনাতেই মেলল ডানা।
No comments:
Post a Comment