14 August 2016

তন্ময় দেব































স্বল্পসংখ্যক মানুষ জানে ভেসে থাকার তত্ত্ব,
সূত্র বসিয়ে ভগ্নাংশের চুলচেরা বিশ্লেষণ

এভাবে আগামীতে বেঁচে থাকা কঠিন,
সমাধান আসলে নিজ ক্ষমতার সংরক্ষণ
কতিপয় মানুষ টায়ারে নিজেকে গলিয়ে ভাসে,
মুখে লোকদেখানো হাসি, জলতলে পদ-আস্ফালন।
স্রোতের বেগ কত দ্রুত সে ধারনা গড়াই মুখ্য,
ডুবুরি জানে তাড়াহুড়ো আদতে মৃত্যুকে আমন্ত্রণ

আশ্বাসের লিফলেট বিলি হয় দোকান, বাজার, মলে।
জোটানো কঠিন শক্ত হাতের অবলম্বন;
পদতলের মাটি কতটা নরম বোঝা দুষ্কর,
ভেসে থাকাই দিনান্তে যোগ্যতমের উদ্বর্তন

No comments:

Post a Comment