১.
ভুলে যাওয়া নাম ধরে যদি কখনও ডাক দিই,
শুনবে কি?
আচম্বিত বর্ষাপ্রহরে মগ্নতায় হেটে যাওয়ার পথে,
ছাতাটা বাতাসে যদি উড়িয়ে দিই?
বিরক্ত হবে কি?
গভীর রাতের অন্ধকারে দুয়ারে যদি কড়া নড়ে,
বন্ধ দরজার ওপাশে কে দাঁড়াল?
চিনতে পারবে কি?
২.
পরিত্যক্ত
হৃদয়খনি থেকে কয়লা তুলে নিলে,
কার কী
এসে যাবে তাতে?
দেড়ঘন্টা
সাগরের নোনাজলে ভিজে
কেউ কোন
দিনকে বিশেষায়িত করলে;
সর্বনাম
আর বিশেষণে মিলে,
কী করে
অব্যক্ত অব্যয় হবে?
হারাতে
হারাতে সব শেষ হওয়ার পরে,
তবুও
যদি কিছু বাকি থাকে,
তা নগদে
কি কেনা যাবে?
ভনিতার
ঘুমঘোরে জেগে থেকে,
ক্লান্ত
পিয়াসীর চোখ পানে তাকিয়ে
কে আজো
দীর্ঘশ্বাস চায় লুকাতে?
No comments:
Post a Comment