08 October 2016

শৌনক দত্ত


মাঝে মাঝে বড় বেশী একা লাগে,
মনে হয় আমার চার পাশে কেউ নেই,
কেউ কোত্থাও নেই!
তখন তোমার পায়ের শব্দ শুনি-
বিনুনিতে পৌষ মাস, শীত, অন্ধকার।
পাথরকুচির চোখ।
সালোয়ার কামিজ পরা ছায়ার শরীর,
আমি দেখতে পাই অথচ-
তোমাকে হলুদ শাড়িতেই মানায় ভাল!
ভাবনার স্নিগ্ধতা ছিঁড়ে নেয়,
মৃদু আলো,আমার অস্থির বৃষ্টি, গহন শ্যাওলা,
তবু,আমরা স্বপ্ন বুনি মাকড়শার জালে
প্রশ্ন রাখি আবছায়া তোমার কাছে-
আমাকে তোমার সঙ্গে নেবে?
পায়ের শব্দ এগিয়ে আসে, কাছে
আরো,আরো কাছে। তুমি নুপূর পড় না
তবু শুনি বৃষ্টির নিক্কন তোমার পায়ে!
চোখ বুজে গুনি রামধনু সাতরঙ
সে-ও কি কম?
তোমার দেয়া বই,অভিমান-
পাখির চোখে দেখা হরিণী পায়ের ছাপ।
ইরানী রানী, কাঁঠালিচাপার গন্ধ আসে
পায়ের শব্দ কই?
আমিও তো চেয়েছিলাম-
প্রেমিকের মত মুখ ঘষব পায়ে।
অনুভূতিই অক্ষর হবে
তোমার আলতা মাখা পায়ে ঠোঁট রেখে
ভালবাসার সংজ্ঞা লিখবো-
নীরবতার তেপান্তরে।
তোমার পায়ের শব্দ...
ফিরে গেলো কি?
দূর থেকে ভেসে আসে-
 একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি...



No comments:

Post a Comment