08 October 2016

নিয়াজ উদ্দিন সুমন




সৈয়দ হকের সুনিপুণ দক্ষতা
নাট্য-গান পেয়েছে পূর্ণতা।

দুহাত চলেছে সমান ভাবে
গদ্যে-পদ্যে  ছন্দের তালে তালে।

উৎসাহী ছিলেন সংস্কৃতিক কর্মে
অবিচল ছিলেন মানবিক ধর্মে।

সংগ্রামে-বিপ্লবে কলম হাতে
প্রেরণা দিয়েছেন নির্ভয়ে তাতে।

সাহিত্যের  সকল আঙিনায়
সৈয়দ হকের সাবলীল পদচারনায়
ঋদ্ধ হয়েছেন সব্যসাচী তকমায়।

No comments:

Post a Comment