আত্মবিনাশের আগে
চাঁদের ইঙ্গিতে উঠেছিল চাঁদ অদেখা আকাশে; শাদাচাঁদ হাতে এতদিন
যারা সময় গুনেছে,তাদের জানালা ঘিরে এখন বাড়ে সমৃদ্ধ সন্ধ্যার ভীতি।
দেখেছি,যূপকাষ্ঠে তোমারও সমান আরতি,উঠে আসে আগমনী;মানুষ
ভেসে যায় নীলের কুটিরে।তোমার প্রতীক্ষায় অবিচল।অথচ সেই
দীর্ঘশ্বাসে লেগে থাকে শত জীবনের ছাপ,জানা আছে ঢের।
চলতে চলতে কোন এক লগ্নে বৃত্ত হয়ে গেছে মন, অথবা নিজেকে অনুভব
করতে গিয়ে সুতীব্র আবেগে ধেয়ে যাচ্ছে কেন্দ্রের দিকে, যন্ত্রণাসম্ভূত
একটি বিকেল!
বিপরীতমুখী
দিনমান, ছড়িয়ে পড়ার আগে
স্বপ্নের ভেতর উঁকি দেয়া গানগুলো
হয়ে ওঠে প্রণয়কাতর;আর-
যাত্রাপথে নোঙর করা নাবিকেরাও
পান করে
-চূড়ান্ত মহুয়া;
মাতালের বায়োস্কোপ থেকে
বিপরীতমুখী এই দৃশ্য দুটি
খুব বেশি দূরত্বে থাকে না।
ত্রস্তপায়ে,স্বপ্নগুলো ছড়িয়ে পড়ার আগে,
আগামীর শস্যক্ষেতে হেসে ওঠে দেখি
-বিলম্বিত বিচ্ছেদজীবন! ___________________
No comments:
Post a Comment