08 October 2016

পিয়ালী বসু





আপাতত ক্যামেরা বাস্তবের ক্লোজ শটে
ফেলে আসা স্মৃতির অধিলিপি
____
সাদা কালো ভাঁটার গল্পে নায়কে'র অভাব স্পষ্টতই পরিলক্ষিত
একাকীত্ব অনেকাংশেই নিজেকে দুঃখ বিলাসী করে তোলে একথা জেনে
বিষাদের বৃত্তলিপি কে বাদ দিই প্রাত্যহিকী থেকে
____
অথচ...ক্ষয়ের বিমূর্ততা তো শৃঙ্খলা রক্ষা করে চলে না
তাই প্রতিটি ব্যক্তিবাচক 'প্রাক্তন' এর মধ্যেও সেই তুমি'ই এসে পড়ো বারংবার
____
তবুও ... 'বিরহ' এসে পড়ে ভ্রমণ সৃজনে গ্রীষ্ম অথবা বসন্তে 
বর্ণ শোভিত হবার অপেক্ষায় 'বিষাদ কবিতা' ত্রিমাত্রিক মুক্তিস্নান সারে
____
আদুরে -নালিশী মনখারাপ নান্দনিকতা মেপে
সাহিত্যে 'সলিটিউড' আখ্যা পায়





No comments:

Post a Comment