08 October 2016

মৌসুমী রহমান




দুঃখ যাত্রা
আমার বুকের পাটাতনে পা রেখে-
তুমি দূরের আকাশ দেখ!
জানো কি?
ওই আকাশের গায়ে যত নক্ষত্র
                           তত কষ্ট আমার বুকে।
বুঝো কি?
আমার পলাশ রাঙা অনুভূতিগুলো ক্রমশ ভোতা হয়ে যাচ্ছে,
সুখগুলোও তিতা তোমার ছোঁয়াও আজ বড্ড নির্লিপ্ত!

মিথ্যে নয়,
এ যে সত্যিও নয়
এ এক অনন্ত দুঃখ যাত্রা...



বিরহী সুর

অব্যক্ত বেদন
করছে খেলা
স্মৃতির মেলায়
ভুলের ভেলা।

বিষণ্ণ কায়া
কষ্টের ভৃত্য
অভ্যস্ত বিরহে
কান্নার নৃত্য।

অপ্রাপ্তির বৈঠা উল্টোদিকে বায়
পাতাঝরা পথে
বাউল গায়-
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়...

No comments:

Post a Comment