08 October 2016

সৌমিত্র চক্রবর্তী


সার্কাস
একটা করে দিন সরু তারের ওপরে হেঁটে যায়
মাত্র একটা ব্যালান্সের খুঁটি আর বিকিনি সম্বল,
কর্পোরেট তাঁবুর তারা গ্রহ গ্রহানু উপগ্রহের
আলোছায়ার কারসাজি গায়ে মুখে মাথায়
সাপটে মেখে লাল কালো সবুজ মাথার
পৃথিবী পোকার দঙ্গল হৈ দিয়ে ওঠে নির্ভরতার
ছমকছল্লু পরম মায়ায়;
খেলা শেষ হলে, মাঝবয়সী রাত্রিকে জড়িয়ে

ক্যাম্প খাটে অঘোরে ঘুমায় রমণক্লান্ত
দো কড়িকা বিকিনি;
স্বপ্নের মধ্যে ভীড় করে আসে, জড়ায় আদরে
গত জন্মের স্বাদ ভুলে যাওয়া চুমু;
ডিমলাইটে কর্পোরেট তাঁবুর লাক্সারী প্রান্ত তখন
চকচকে চোখের তারায় স্ক্রীনশট নেয়
গন্ধ শোঁকে, নাড়ে চাড়ে, চাটে সরীসৃপ
চেরা জিভে বিনিময় নোটের বান্ডিল



আজাদী
আজাদী চাইলেই ঝুড়িভর্তি আজাদী নিয়ে বসে নেই
কোনো চা দোকানি,
সব্জীওয়ালা, ভ্যাটদার কিম্বা বেশ্যাপাড়ার প্রাক্তন মাসী,
আজাদী কোনো ব্র্যান্ডেড মাল নয় যেটা বেকহ্যামের বউ পিঠে
কাঠবিড়ালির আদরের লোগো ছেপে
কোয়েস্ট মলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঝারবে;
আজাদী পেতে হলে যে যার নিজের বাড়ী সাফসুতরো
করে, নিজের গা থেকে পচা গন্ধগুলো
ঘষেমেজে তুলে নেমে এসে বলে ফেল তো বস -
ইয়েস অ্যাম অলসো আ সিটিজেন!
হামসে যো টকরায়েগা...

---------------

No comments:

Post a Comment