08 October 2016

দেবাশীষ ধর


এক চিলতে রোদ আমাদের সাথে হাঁটছিলো,ঠিক গলির মাঝখানে এসে
বিভাজন হয়অর্ধেকটা হাতের বাম পাশে দিয়ে রওনা,বাকিটা সোজা পথ
আর তখনি আকাশটা মেঘ হতে থাকে,কেবল গতরাতের হাসিগুলো
ডেমেটাল বাজায় সারাক্ষণ
সেই অর্ধেকটা শনির আখড়া পৌঁছতেই,হাতিরপুল দিয়ে মেঘজল আড়ালে
গলি থেকে গলি ভিজিয়ে হাঁটতে থাকে


লোকাল বাস শাহবাগেই নামতেই
এককাপ চা গরম চুলায়
রোদগুলো মোড়ের পাশে অপেক্ষায়
ভায়োলিনের সুর তখন রকমেটাল
ঘুমমুখো হাসির চেহারায়!

হাতিরপুল বাজারে এসে রোদেরা ছায়া হয়ে গেলে
গতরাতের কন্ঠটি ছায়ার ভেতর শব্দ করে

No comments:

Post a Comment