01 January 2016

মুজিব ইরম






সকলেই কয়...শুনে শুনে নিজেরও ইচ্ছা বাড়ে তৈরি করি ইমারত, সুউচ্চ দালান...লিখি নামধাম, লতাপাতা আঁকা সন-মাস-তারিখ সমেত...এই নাম যেন রোজ জ্বলজ্বল করে...যেন পাঁচ পরগণায় মনে রাখে অধমের নাম...কতো না রাতের ধ্যান, আহাজারী...বানাও এমন বাড়ি মেস্তুরী আমার, ঝড়ে যেন না ধরে কাঁপন, না ধরে ফাটল...এই ইচ্ছা পুষে রাখি...এই ইচ্ছায় আগলে রাখি নড়বড়ে ঘর, পাকাপোক্ত যাতনা আমার!

1 comment: