25 January 2017

রিফাত আরা আফরিন বৃষ্টি




মিশে যাবো প্রকৃতিতে
উথাল পাথাল বাতাসে আজ আকাশে উড়ে যেতে ইচ্ছে করছে খুব।
উড়তে উড়তে পৌঁছাবে মেঘের কাছে।
কালো মেঘদল ভেঙে দিয়ে বৃষ্টির সাথে মিশে ফিরে আসব প্রকৃতিতে।
গাছের পাতায় মিশে সবুজ হব,
নদীতে মিশে স্রোত হব।
খুশির জোয়ার হব কোন দুষ্ট বাচ্চা দলের কাছে।
কোন মন খারাপ মেয়ের চোখের পানির সাথে মিশে লবণাক্ত হব।
কোন দিনমজুরের ঘরে খিচুড়ি উৎসবের কারণ হব।
বাতাসের তোড়ে ঝাপটা বৃষ্টি হয়ে আছড়ে পরব কোন সুখী দম্পতির আঙিনায়।
কোন অজানা প্রেমিক প্রেমিকাকে ভিজিয়ে দিয়ে তাদের মাঝে শিহরণ হয়ে বয়ে যাব।
কোন কিশোরীর নগ্ন পা ভিজিয়ে দিয়ে বয়ে চলবো অজানা গন্তব্যে।
আমি মিশে যাব সবখানে,
মিশে যাব প্রকৃতিতে।
____________________

No comments:

Post a Comment