মাঝে মাঝে অবাক হই
বিস্মিত হই
নিজের শরিরে নিজে চিমটি কাটি ভাবি!
বিস্মিত হই
নিজের শরিরে নিজে চিমটি কাটি ভাবি!
আমি মানুষ তো?
মধ্য রাতে চোখে মুখে রং মাখা রমনী হেটে যায় রাতের নিরবতা ভেদ করে যখন-
মধ্য রাতে চোখে মুখে রং মাখা রমনী হেটে যায় রাতের নিরবতা ভেদ করে যখন-
ভোর হয় আর বেশ্যাদের চোখের ইশারায় মোড় নেয় যুবক তখন
অনুভব করি শরীরের
ক্ষুধা অজানায় শরীরে ঢেউ দেয় রমনীর ধূসর ঠোট কেপে উঠা
তখন বুঝি এ ভালোবাসা নয়, শরীরের বিনিময়ে শরীর চায় তখন অবাক হয়ে ভাবি, আমি মানুষ তো?
অন্ধকারে রমনীর স্পর্শে জাগ্রত হয় পুরুষ গলে পড়তে চায় ভেতরের সব টুকু ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে সব কিছু ক্ষুধার্ত কুকুরের মত
তখন ও অবাক হয়ে ভাবি, আমি মানুষ তো?
নতুন বিবাহিতার মেহেদির রং না মুছতেই তাকে যেতে হয় চিতায়
নারি পুরুষের সখ্যতায় জন্ম নিতে যায় যে শিশু আলো দেখার আগেই হত্যা করা হয়,
তখন বেঁচে থাকার আশা হারিয়ে ফেলি যখন শরীর চায় স্পর্শ পেতে ঐ নষ্টা রমনীর বা নষ্টা পুরুষের যে শুয়েছে সবার অগোচরে
তখন অন্ধকারে নগ্ন দৃর্শ দেখি বড্ড অশ্লীল লাগে নিজেকে ইচ্ছে করে কোন রমনীর ঠোট নয় চেটে চেটে খাই নিজের রক্ত আর যন্ত্রণায় কাপিঁ
প্রবল সন্দেহ হয় নিজেকে নিয়ে, আমি মানুষ তো?
তখন বুঝি এ ভালোবাসা নয়, শরীরের বিনিময়ে শরীর চায় তখন অবাক হয়ে ভাবি, আমি মানুষ তো?
অন্ধকারে রমনীর স্পর্শে জাগ্রত হয় পুরুষ গলে পড়তে চায় ভেতরের সব টুকু ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে সব কিছু ক্ষুধার্ত কুকুরের মত
তখন ও অবাক হয়ে ভাবি, আমি মানুষ তো?
নতুন বিবাহিতার মেহেদির রং না মুছতেই তাকে যেতে হয় চিতায়
নারি পুরুষের সখ্যতায় জন্ম নিতে যায় যে শিশু আলো দেখার আগেই হত্যা করা হয়,
তখন বেঁচে থাকার আশা হারিয়ে ফেলি যখন শরীর চায় স্পর্শ পেতে ঐ নষ্টা রমনীর বা নষ্টা পুরুষের যে শুয়েছে সবার অগোচরে
তখন অন্ধকারে নগ্ন দৃর্শ দেখি বড্ড অশ্লীল লাগে নিজেকে ইচ্ছে করে কোন রমনীর ঠোট নয় চেটে চেটে খাই নিজের রক্ত আর যন্ত্রণায় কাপিঁ
প্রবল সন্দেহ হয় নিজেকে নিয়ে, আমি মানুষ তো?
No comments:
Post a Comment