01 January 2016

শফিকুল রাজু






চতুর মিথ্যে
খুব চতুর মিথ্যে বলা শিখেছ;
দরজা-জানালায় খিল এঁটে বলছো,
আকাশে চাঁদ উঠেনি, ভিষণ অন্ধকার।
রাতজেগে কেঁদে কেঁদে ফুলিয়েছ চোখ,
চোখের কালিতে ক্রিম মেখে বলছো,
জানো, ইদানিং ঘুম পায় খুব।



মুদ্রা
সর্গ: আবির বন্ধুবরেষু

নিকোটিন পোড়া গন্ধই প্রিয় আমার,
প্রিয় বেনসন কালো ধোয়া।
পকেটে অচল মুদ্রার আদিম নৃত্য,
ভেজা কাজলের পথ
বেয়ে নেমে যায়
হৃদমঞ্চের দক্ষ ক্লাউন;

পিঠ দুটা হলেও কার্যত মুদ্রা একটাই




অমুদ্রিত সুখ
বেঁচে থাকাটাই বড় দুঃস্বপ্ন,
আর রাতগুলো হাবিয়া দোজখ
জীবনটা স্বপ্নের ক্ষুদ্র আয়ু,
প্রেম যেন এক অমুদ্রিত সুখ

No comments:

Post a Comment