চৈত্রদগ্ধ প্রেমিকের
বাড়ি
নাড়া কাটতে কাটতে হৃদয় কাটবে
টেরও পাইনি-ডুল কাকের ডাকে
ফিঙে-পাখভাঙা রকেটের মতো
দোল খাচ্ছে ধোঁয়াশাচ্ছন্ন খড়ে-
নিঃসঙ্গ কাকতাড়ুয়ার রুগ্ন চিবায়
মাছরাঙার ঠোঁট লাল হচ্ছে ক্রমশ
মাস্কমুখো পথচারীর কানাঘুষা,
গর্ত খুঁড়ছে শাবল দিয়ে কেউ কেউ
বেলা বিস্কুটে রক্তাক্ত চা-পানে
চাঁন্নির আলোয় ঝলসানো তাঁবুতে
ভাটির কুটুম গিলাফ ধরে কাঁদছে
ঘরবাড়ির দাহ-ভেদ করে হিরণ্ময়
অলীক তলোয়ার
চিত্রকরের পুকুরে ধুয়ে নিচ্ছে কারা!
মাছ সংসার
নদীর নাচে পাড় মাতাল
জেলেডিঙ্গির গ্রীষ্মকালীন রতিশব্দ
বৈঠার তালে-
বোম্বার আগুনে উন্মুক্ত
কালচে ধোঁয়া বাতাসে
মৃদু লহরি
বাপের বাড়ি গেছে
নাইওরি,
এক হলদে বিকেলে
যাপিত ফটো জলে
সে বুঝি ফেলে গেছে!
চুমুর নজরানা
যদি বাঁচি এ দুর্যোগে
প্রেমিকার নামে মসজিদ বানাবো
পবিত্র ওরশের
মোষের শ্বাসে
নড়বে
চড়বে
অমর আত্মাটিও-
রোজ হাশরের কেয়ামতের মাঠে
সাক্ষ্য দেবে,
দেয়ালের প্রতিটি ইট
আমাদের প্রেমের কাহিনী
সেই দিন,
নাজাতের উছিলা।
______________________
No comments:
Post a Comment