01 January 2016

নিভৃতচারী





ইচ্ছে সত্বেও অনেক কিছুই হয় না
যখন অনিচ্ছে সত্বেও বহুকিছু হয়
হতে হয়— তখন আক্ষেপ আহা
‘ইচ্ছে থাকা সত্বেও কত কী হলো না’

আমি বলি কী— যাক
এই দীর্ঘশ্বাস দীর্ঘজীবী হোক
এই আক্ষেপটুকু বেঁচে থাক

কত কিছুই তো হয় না হলো না
তাই বলে তো আর ইচ্ছে গেল না যদিও
কিছু ইচ্ছের অকাল মৃত্যু
কিছু ইচ্ছের গলা টিপে ধরে
শ্বাসরোধ করে বাকরোধ করে ঠেকায়
ভুলিয়ে দেয় ইচ্ছেকে ইচ্ছের জন্মকথা

তবু অ্যাত্তোসব নিয়ন্ত্রণের ফোঁকড় গলেও
জন্ম নেয়া কিছু দূর্লভ ইচ্ছে
হতাশ্বাস হয়ে হাহাকার তোলে যখন

বেঁচে আছি— খুব মনে হয় তখন

No comments:

Post a Comment