01 January 2016

মুহাম্মাদ আমানুল্লাহ




সবুজ লাটিম
অন্ধকার করতলে সবুজ পেয়ারাঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে ঝিম ধরে এক পায়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনে সুতোসুঁইসংসার; মেঘের আঁচল খোঁজে আকাশের ঘুড়ি;

শঙ্খের শরীরে হাসে অসুখীঅক্ষরসামান্যসাকিন;

ঘুঘুর বিলাপ শুনে বোশেখদুপুর নিজেরে তাকায়নিয়ত ঘুরতে থাকো; ঘোরের ভেতর সেতার বাজাও, দোতারা বাজাও, চন্দনবোতাম খোলো অকপটে, ফের ঝিম ধরে যাও; অচেনা আঁধার অনন্তের গান; সহসা দুচোখে ঘুম।

হিমায়িত শীত ঘুমে লোবানের গন্ধ অপরাহ্ণের গ্রীবায়;

আঁধারের আচকান খুলে শোনে না সে আর নক্ষত্রের গান; পথের উষ্ণতা সবুজ আকাঙ্ক্ষা উড়ে গেলে অরণ্যের নিবিড় দরমেয়ানে রোদের শূন্যতা কাঁপেআলোর লাটিম ঘুমেঅন্ধকারেকালো কুয়াশায়।




আমি কেন রাত ভালোবাসি
রাত তুমি দীর্ঘ হওযতো পারো, দীর্ঘ হও
তোমার মায়ার মাঝে এই আমি বাঁচি
পাতারা বোঝে না প্রেমঅঙ্গারে আগুন নাচে,
                              আলো কাছাকাছি।
তোমার আঁধার আমি চুমুকে চুমুকে গিলি,
বেদনারা প্রিয়তর মিঠেল পানের খিলি;
বিরহ সফেদ চুন তোমার অধরে
কবির গজল তুমি এই পারাপারে।

রাত তুমি কাছে এসো,
কোল পেতে বসো
তোমার শরীর জুড়ে মোয়ার মিছিল তারা নাভিমূল,
পূর্ণিমা আকাশচাঁদ চিরায়ত ফাঁদ; ফোটা যোনিফুল।
তুমি এক কুচকুচে জিপসি বালিকা
             প্রেমিক কবির দেবী, অলেখা কবিতা;
রাত তুমি দীর্ঘ হও, দীর্ঘ হও
               আকাশ লিখুক আজ জোছনাসংহিতা।

রাত তুমি দীর্ঘ হওযতো পারো, দীর্ঘ হও
তোমার কাজল নীল ছায়া হয়ে আছি,
মায়ার সুতোয় বেঁধে ঘন ঘন চুমো খাই

                              স্বপ্ন নিয়ে বাঁচি।

1 comment:

  1. রাত তুমি কাছে এসো,
    কোল পেতে বসো―
    তোমার শরীর জুড়ে মোয়ার মিছিল তারা নাভিমূল,
    পূর্ণিমা আকাশচাঁদ চিরায়ত ফাঁদ; ফোটা যোনিফুল।
    --- darun onudhabon..

    ReplyDelete