01 January 2016

রুদ্র আমিন



পূর্ণিমা নয় আঁধারকে ভালবাসি
পূর্ণিমার চাঁদকে নয় আঁধারকে নিজের করে নিয়েছি
প্রতিটি মুহুর্ত প্রতিটি নিশ্বাস প্রতিটি রক্ত কণিকার রক্ত সঞ্চালন
পূর্ণিমার চাঁদ তুমি তো জানো না আঁধারের মাঝেই প্রদীপ,
পূর্ণিমা তুমি নও, আঁধারকেই আপন করে পেতে চাই,
ক্ষণিকের সঙ্গতা চাইলেই পেতে পারি, ক্ষণিকের ভালবাসা ভালো নয়;
সে তো আপনার আপন নয়, পূর্ণিমা মানে হঠা জেগে ওঠা, আর
দিবার মাঝেও যে আঁধারের বসবাস, সে স্থায়ী, তুমি জানো না;
আঁধারকে আজ নিজের আপন মনে হয়
পূর্ণিমার চাঁদকে নয় আঁধারকেই ভালবেসে ফেলেছি
আঁধারের মাঝেই যে পূর্ণিমার বেঁচে থাকা প্রদীপ।

ফুলহারা, ঘিওর, মানিকগঞ্জ, ০৭ : ৪২, ২৭০৯২০১৫



স্বার্থের লোনাজল
শুকনো নদীর বুক চিরে যদি বান নাই আসে
তবে তাকে কি করে নদী বলি বলো,
বৃক্ষের সবুজ পাতা শুকিয়ে যদি ঝরে নাই পরে
কি করে বুঝবো বসন্ত আসলো বুঝি;

এ হৃদয়ের মধ্যখানে ছোট্ট একটা নদী আছে,
আছে নদীর মাঝে বেড়ে ওঠা একটা বৃক্ষ,
বান আসে পাতা ঝরে আশা বেড়ে বেড়ে একদিন
হিমালয় পাড়ি দিয়ে সাত আসমান স্পর্শ করে ফেলে;

কই, কেউ তো এলো না; উপমার পর উপমার কথা তো সবাই বলে
আজ বুঝে গেছি, সংসার মানে বন্ধন নয় আর
ভালবাসা মানেই বসন্তের স্পর্শ নয়
শুকনো নদী শুকনো পাতা সে শুধু স্বার্থের লোনাজল।

উত্তরা, ঢাকা, রাত: ১২:০০,১২১০২০১৫




বিজ্ঞাপন
বিক্রি হবো, নাম মাত্র মূল্যে
সহজ কিস্তি বা এককালীন পরিশোধ যোগ্য;
বিবরণ বলতে তেমন কিছুই নেই
জং ধরা ইঞ্জিন
৩৩ বসন্ত রোদ বৃষ্টির স্পর্শে
মচমচে পাপর ভাজা।

সিরিজ কাগজের ব্যবহার হয়নি
সেটা মানা করবো না
তবে সেটা মরিচিকা মুঁছতে নয় বরং
নষ্ট বীজ বপণ করতে এসেছিল সবাই;

আজ প্রায় অকেজো
পরিচালকের বয়স হয়েছে বেশ
এখন সে নিজেই নিজেকে চিনতে পারে না
সেখানে উচ্ছিষ্ট ইঞ্জিনের বোঝা বয়ে কি লাভ!

আজ নিলাম ডেকেছে বৃদ্ধ পরিচালক
বিনিময়ে যে ক'টা দিন শ্বাস প্রশ্বাস থাকে
ঠিক ততদিন বৃদ্ধের পরিচালক প্রয়োজন
কিস্তি কিংবা এককালীন।

বাসযাত্রা, হাতিরপুল টু উত্তরা, ১১১০২০১৫, ২:৪০



ভালবাসা কাকে বলে
প্রতিদিন সূর্য দেখি
অনুভব করি সূর্যের ভালবাসা
যেখানে গ্রীষ্মের কোমলতা
মাঘের উত্তাপে চৌচির হয়ে যাওয়া মরুভূমি
সবটুকুই তোমার একান্ত ভালবাসা
আমার অনুভূতি তোমার অনুভবে
একটু স্পর্শ করে দেখো
বুঝবে ভালবাসা কাকে বলে।

অজানা গন্তব্যের মাঝে যখন মুষলধারায় বৃষ্টি ঝরে
অসহ্য যন্ত্রণা তখন কুড়েকুড়ে খায়
এ যন্ত্রণা যন্ত্রণা নয় যখন তোমার স্পর্শ
রক্তের কণিকাকে সহস্র গতিতে ধাবিত করে
সকল ক্লান্তি, যন্ত্রণা মুঁছে দিয়ে এ হৃদয় বলে

দেখো ভালবাসা কাকে বলে।


2 comments:

  1. দারুন সব মন মাতানো কবিতা

    ReplyDelete
  2. দারুন সব মন মাতানো কবিতা

    ReplyDelete