01 January 2016

নাজমুন নাহার






জিকির
আমলনামাতে লেখা হয়ে গেছে পাপ
পৃথিবী পৃষ্ঠে তোমার নামে জিকির করার-
চাবুক পড়েছিল পৃষ্ঠে সহস্রবার
জমিনে এতো কর্দম কেন?

আলজিভেও লেগে থাকে বিস্বাদ
নেমে এসেছে কাঁটা বৃক্ষের সবগুলো ডাল
আমার পায়ে  এক লক্ষ বছরের জরা
তোমাকে তো বলা হয় নাই ঈশ্বর
জিকির তো শুধু উজান নগরীতেই থাকে–



অসুখ তোমার
শরীরে অসুখ করেছে তোমার কুশ
ঐ ধোঁয়ায় তুমি কি পাও?

আন্তেগনের শয্যা পাশে কে বলেছে শুয়ে যেতে?
আন্তেগনে ঘুমাও তুমি
বরেন্দ্র ভূমিতে শাল জমে গেছে
কাদামাটিতে আটকে গেছে জিয়ল মাছ
ছটফট করে মারা যায় হূদপিন্ড-

পেছন থেকে তিতকুটে ব্যথা বক্ষে ধারণ করো তুমি
শফেদ শাড়ি হয়ে আছি কতকাল-  

মৃত্যু বুঝি  আর আটদিন বাকী-

No comments:

Post a Comment